দুই বাংলার লেখালিখির জগতে তমাল রায় সুপরিচিত। তিনি লেখেন কম। প্রকাশিত হয় আরও কম। সেই সূত্রে তাঁর নিজের লেখারা কুলুঙ্গিতে তুলে রাখা যেন পুরনো দস্তাবেজ। দরকার না-পড়লে নেড়েচেড়ে দেখা হয় না। দরকার যে তবু হয়, কেন-না তার গুরুত্ব অপরিসীম। বলা যায়, সম্পাদক সত্তা লেখক তমাল রায়কে চ্যালেঞ্জ ছুড়ে খানিকটা কোণঠাসা করে দিয়েছে। এ-হেন অবস্থাতেও তাঁর […]
দেবদাসের জীবনপ্রভাত
দেবদাসের দেখার দৃষ্টি সরল। সহজতাই তাঁর লেখার প্রাণ। তাঁর গদ্যের অন্যতম শক্তি হলো পাঠককে সম্মোহন করা। গ্রামের সহজ সরল মানুষ, মাঠ-ঘাট পেরিয়ে এক হাঁটু ধুলোরাঙা পায়ে হেঁটে চলেছেন মাজা বেঁকে যাওয়া এক বদ্যিবুড়ি। তার কাঁধের ঝুলিতে সালসার শিশি, কন্টিকারীর বড়ির কৌটা, আরো কত কিছু! আর সেই বুড়ির সঙ্গে হেঁটে চলেছেন আপনি। হ্যাঁ, আপনি। গাবগাছ, কামরাঙাগাছ, সবুজ ক্ষেতের পাশ দিয়ে গাঁয়ের শান্ত, নীরব পথে। হেঁটে চলেছেন দেশভাগের করুণ ইতিহাসের বোঝা মাথায় নিয়ে।