দুই বাংলার লেখালিখির জগতে তমাল রায় সুপরিচিত। তিনি লেখেন কম। প্রকাশিত হয় আরও কম। সেই সূত্রে তাঁর নিজের লেখারা কুলুঙ্গিতে তুলে রাখা যেন পুরনো দস্তাবেজ। দরকার না-পড়লে নেড়েচেড়ে দেখা হয় না। দরকার যে তবু হয়, কেন-না তার গুরুত্ব অপরিসীম। বলা যায়, সম্পাদক সত্তা লেখক তমাল রায়কে চ্যালেঞ্জ ছুড়ে খানিকটা কোণঠাসা করে দিয়েছে। এ-হেন অবস্থাতেও তাঁর […]