আনোয়ারের বোনের কাছে আমি প্রথম যেদিন যাই মনে আছে পৃথিবীতে সবাই ঘুমায়ে ছিলো ঘরবাড়ি সব পাতালে ডুবে ছিলো চারদিকে চিরকাল যেন সবুজ মাঠ আর সেই মাঠের মাঝখানে একটা কাঠের টেবিল আর সেই টেবিলের দুদিকে দুজন বসে আছি আনোয়ারের বোন অংক বই বের করে বলে আমার অংকেই যত সমস্যা স্যার অন্য সাব্জেক্টে তো ভালোই মার্কস পাই আমি ভাবি তাকে স্যার ডাকতে মানা করি আবার ভাবি থাকুক যা খুশী ডাকুক বা আমি টের পাই ও মাগো একি কান্ড বোবা হয়ে গেছি কথা বলতে পারিনা এই চেয়ার থেকে উঠে সবুজ মাঠের যেকোনো একদিক দৌড়ে যেতে পারিনা কেবল বসে থাকি আর আনোয়ারের বোন বলতে থাকে স্যার আমি কিছুতেই বীজগনিতের সুত্র মনে রাখতে পারি না